উইকিপিডিয়া:পাতা সুরক্ষার আবেদন

(উইকিপিডিয়া:RFPP থেকে পুনর্নির্দেশিত)
পাতা সুরক্ষার আবেদন

উইকিপিডিয়ার কোনো নিবন্ধ ধ্বংসপরায়ণ কোনো ব্যক্তি দ্বারা অবাঞ্ছিতভাবে ক্রমাগত পরিবর্তিত হতে থাকলে সেটিকে সুরক্ষা করা হয়ে থাকে। এই সুরক্ষার কাজটি শুধুমাত্র প্রশাসকগণ করতে পারেন। আপনি যদি মনে করেন যে, কোন নিবন্ধকে সুরক্ষিত/অরক্ষিত করা প্রয়োজন, তাহলে নিচের নিয়মাবলি অনুসারে আবেদন পেশ করুন।

অনুরোধ করার নিয়মাবলি: আপনি যদি কোনো পাতা সুরক্ষিত বা অরক্ষিত করার অনুরোধ করতে চান, তবে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন:

  • আপনি যদি কোনো পাতা অরক্ষিত করতে চান, তবে সবচেয়ে ভালো হয়, যেই প্রশাসক পাতাটি সুরক্ষিত করেছেন তার সাথে যোগাযোগ করা।
  • একটি চার স্তরের শিরোনাম যোগ করুন (যেমন: ==== {{lx|উদাহরণ}} ====, যেখানে ‘x’ হচ্ছে নামস্থানের সংকেত)। এটি পাতার শিরোনামসহ কয়েকটি প্রয়োজনীয় লিংককে হাইলাইট করবে। অনুগ্রহপূর্বক নিশ্চিত হোন যে, আপনি পাতার নামের বানান ভুল করেননি। একটি ছোট ভুলের কারণে তথ্যগুলো সঠিকভাবে প্রদর্শিত নাও হতে পারে।
  • আপনি যদি সুরক্ষার অনুরোধ করতে চান, তবে সুরক্ষার স্তর উল্লেখ করুন (যেমন: সম্পূর্ণ সুরক্ষা, অর্ধ-সুরক্ষা বা স্থানান্তর সুরক্ষা), এবং শিরোনামের নিচে বিস্তারিতভাবে সুরক্ষার কারণ উল্লেখ করুন।
  • অনুগ্রহপূর্বক অযৌক্তিকভাবে অসীম মেয়াদে সুরক্ষিত বা অরক্ষিত করার অনুরোধ করবেন না।
    • যদি কোনো পাতা নির্দিষ্ট সময়ের জন্য সুরক্ষার প্রয়োজন হয় (যেমন: বাধাদানকৃত ব্যবহারকারীর আলাপ পাতা তার বাধার মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত সুরক্ষিত করার প্রয়োজন), তবে তা পরিষ্কারভাবে উল্লেখ করুন।
    • আপনি যদি অসীম মেয়াদে অর্ধ-সুরক্ষিত করার আবেদন করতে চান, তবে মনে রাখুন যে, এটি শুধুমাত্র ধারাবাহিক ও অতিরিক্ত ধ্বংসপ্রবণতার কারণেই করা সম্ভব। যেখানে কয়েকটি নির্দিষ্ট সময়সাপেক্ষে অর্ধ-সুরক্ষা ঐ পাতার ধ্বংসপ্রবণতা রুখতে ব্যর্থ হয়েছে।
    • মনে রাখবেন, সম্পাদনা ও স্থানান্তর সুরক্ষার ক্ষেত্রে ভিন্ন ব্যাপ্তিকাল প্রযোজ্য হতে পারে। যেমন: একটি নিবন্ধ এক সপ্তাহের জন্য অর্ধ-সুরক্ষিত এবং অসীম মেয়াদের জন্য স্থানান্তর সুরক্ষিত হতে পারে।
  • চারটি টিল্ডা চিহ্ন (~~~~) যোগ করে আপনার অনুরোধ স্বাক্ষর করুন এবং সম্পাদনা সংরক্ষণ করুন।
  • মনে রাখবেন, এটি অন্য কোনো স্থান থেকে চলমান আলোচনা/তর্ক টেনে আনার স্থান নয়। যদি কোনো অনুরোধের প্রেক্ষিতে অতিরিক্ত বাদানুবাদ সংগঠিত হয় এবং পাতাটিতে সম্পাদনা যুদ্ধ ও বিষয়বস্তুর সংঘাত, ও একই সাথে ব্যক্তিগত আক্রমণ ও অভদ্র মন্তব্য চলতে থাকে, তবে তা এই পাতা থেকে সরিয়ে ফেলা হবে।
নামস্থান পাতা সুরক্ষিত/অরক্ষিত করার অনুরোধ আলাপ পাতা সুরক্ষিত/অরক্ষিত করার অনুরোধ
উল্লেখপূর্বক {{ln|নামস্থান|পাতার নাম}} {{lnt|নামস্থান|পাতার নাম}}
নিবন্ধ {{la|নিবন্ধ}} {{lat|নিবন্ধ}}
টেমপ্লেট {{lt|টেমপ্লেট}} {{ltt|টেমপ্লেট}}
উইকিপিডিয়া {{lw|পাতা}} {{lwt|পাতা}}
ব্যবহারকারী {{lu|ব্যবহারকারী}} {{lut|ব্যবহারকারী}}
বিষয়শ্রেণী {{lc|বিষয়শ্রেণী}} {{lct|বিষয়শ্রেণী}}
চিত্র {{lf|চিত্র}} {{lft|চিত্র}}
প্রবেশদ্বার {{lp|প্রবেশদ্বার}} {{lpt|প্রবেশদ্বার}}
সাহায্য {{lh|সাহায্য}} {{lht|সাহায্য}}
মিডিয়াউইকি অরক্ষিত করার সম্ভব নয় {{lmt|বার্তা}}

নতুন অনুরোধ যেভাবে করবেন:

==== {{lx|পাতার নাম}} ====
'''অর্ধ-সুরক্ষিত'''। আইপি থেকে উচ্চমাত্রার ধ্বংসপ্রবণতা। ~~~~

যেখানে, x হচ্ছে ‘a’-এর ক্ষেত্রে নিবন্ধ; ‘t’-এর ক্ষেত্রে টেমপ্লেট, এবং ‘ct’-এর ক্ষেত্রে বিষয়শ্রেণী আলোচনা, ইত্যাদি।

অনুগ্রহপূর্বক নতুন আবেদন শিরোনামের ঠিক নিচ থেকে (সবার ওপরে) যোগ করুন।

সুরক্ষিত করার বর্তমান অনুরোধসমূহ

সম্পাদনা

ইসলামী ঐক্যজোট (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সংযোগ | নজর | লগ)

অর্ধ-সুরক্ষিত। আইপি থেকে উচ্চমাত্রার ধ্বংসপ্রবণতা। –ধর্মমন্ত্রী (আলাপ) ০৬:৫৭, ১১ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে রিয়াজ (আলাপ) ০৭:২১, ১১ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

সাময়িক অর্ধ সুরক্ষিত: উৎসহীন বা দুর্বল তথ্যসূত্রসহ বিষয়বস্তু সংযোজন। –TANBIRUZZAMAN (💬) ১৬:৫৯, ১১ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছিলোশাকিল (আলাপ · অবদান) ১৭:৪৬, ২৭ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

রাফাহ ইসলামী আমিরাত (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সংযোগ | নজর | লগ)

অর্ধ-সুরক্ষিত। আইপি থেকে উচ্চমাত্রার ধ্বংসপ্রবণতা। রিফাত (আলাপ) ০০:২১, ১২ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি, কোনো ধ্বংসাত্মক সম্পাদনা হচ্ছে না। —শাকিল (আলাপ · অবদান) ০২:৫৮, ১২ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

অর্ধ সুরক্ষিত: চলমান ধ্বংসপ্রবণতা – জীবিত ব্যক্তির ঝুঁকিপূর্ণ নিবন্ধ। Ahmed Reza Khan (আলাপ) ০৪:১৮, ১৩ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নিশাকিল (আলাপ · অবদান) ১৭:৪৭, ২৭ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

সাময়িক অর্ধ সুরক্ষিত: চলমান ধ্বংসপ্রবণতাইমদাদ তাফছীর (আলাপ) ১২:২৫, ১৪ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নিশাকিল (আলাপ · অবদান) ১৭:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

অর্ধ সুরক্ষিত: চলমান ধ্বংসপ্রবণতাAhmed Reza Khan (আলাপ) ১৪:০৫, ১৬ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে, ইয়াহিয়া ভাই কর্তৃক। —শাকিল (আলাপ · অবদান) ১৭:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

সাময়িক অর্ধ সুরক্ষিত: চলমান ধ্বংসপ্রবণতা। –TANBIRUZZAMAN (💬) ১৮:২১, ২৪ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছিলোশাকিল (আলাপ · অবদান) ১৭:৪৯, ২৭ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

সাময়িক অর্ধ সুরক্ষিত: উৎসহীন বা দুর্বল তথ্যসূত্রসহ বিষয়বস্তু সংযোজন। ইমামঅনিক (আলাপ) ০৯:৫৬, ২৭ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি, ধারাবাহিক ধ্বংসাত্মক সম্পাদনা বা অগঠনমূলক সূত্রহীন সম্পাদনা চললে সুরক্ষা দেওয়া হয়। এক বা দুইবার সূত্রহীন লেখা যোগ করা সুরক্ষা দেওয়ার জন্য যথেষ্ট নয়। —শাকিল (আলাপ · অবদান) ১৭:৫১, ২৭ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
MdsShakil, এক বা দুইবার নয়, এখন পর্যন্ত পাঁচবার সূত্রহীন লেখা যোগ করা হয়েছে। —  ইমামঅনিক (আলাপ) ১৩:৫৯, ৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

অসীম full protection: বির্তক/সম্পাদনা যুদ্ধ – নিরুপেক্ষভাবে লেখা ভাল নিবন্ধ হলেও একটি ধর্মের দৃষ্টিকোনে নতুন তথ্য যোগ। মাঝে মাঝে উৎসবিহীন তথ্যযোগ। সূত্রসহ তথ্য যোগ করলেও সাথে অনেক যান্ত্রিকতা থাকছে। বার বার রোলব্যাক করতে হচ্ছে। ~ Φαϊσάλ (২০২৪) ১৫:১৬, ২৮ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি, অসীম মেয়াদে কোনো বিষয়বস্তু পাতা সম্পূর্ণ সুরক্ষিত করা হয় না। —শাকিল (আলাপ · অবদান) ১৪:৩২, ১৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

সাময়িক অর্ধ সুরক্ষিত: চলমান ধ্বংসপ্রবণতা। — AKanik 💬 ১৪:২২, ১৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছেশাকিল (আলাপ · অবদান) ১৪:৩০, ১৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

সাময়িক অর্ধ সুরক্ষিত: চলমান ধ্বংসপ্রবণতা। –TANBIRUZZAMAN (💬) ১৪:০৮, ১৮ অক্টোবর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে - রিয়াজ (আলাপ) ০৮:২৭, ২৮ অক্টোবর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

সাময়িক অর্ধ সুরক্ষিত: উৎসহীন বা দুর্বল তথ্যসূত্রসহ বিষয়বস্তু সংযোজন। –ধর্মমন্ত্রী (আলাপ) ১০:৫১, ২২ অক্টোবর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে রিয়াজ (আলাপ) ০৮:২৪, ২৮ অক্টোবর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

অরক্ষিত করার বর্তমান অনুরোধসমূহ

সম্পাদনা

সুরক্ষিত পাতায় সম্পাদনার অনুরোধসমূহ

সম্পাদনা
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy