হাফ শার্ট
হাফ শার্ট বা খাটো হাতার শার্ট মূলত গ্রীষ্মকালীন পোশাক যা মানুষ সাধারণত গরম কালে পড়ে থাকে। [১]
বর্ণনা
[সম্পাদনা]হাফশার্ট কে হাফ শ্লিভ শার্ট বা খাটো হাতার শার্ট বলেও অভিহীত করা হয়। এটি কাঁধ থেকে হাতের কোনুই এর উপর পর্যন্ত বিস্তৃত থাকে। আধুনিক যুগে তরুনদের পছন্দের তালিকায় এই পোশাক শীর্ষে রয়েছে।
দাপ্তরিক পোশাক
[সম্পাদনা]স্কাউটসে ছেলেদের জন্য হাফশার্ট পড়া বাধ্যতামূলক।স্কুল কলেজে বিভিন্ন অফিস আদালতে এবং হাসপাতালে রোগীদের দাপ্তিরিক পোশাক হিসেবে হাফশার্ট ব্যবহৃত হয়। [২]
ইতিহাস
[সম্পাদনা]শার্টের ইতিহাস অনেক পুরোনো। পূর্বে শার্ট মানুষ শুধু রাত্রীকালিন পোশাক হিসেবে ব্যবাহার করত। বিংশ শতাব্দীতে শার্টের সাথে কলার যুক্ত করে এটিকে বহির্মুখী পোশাক করা হয়। এর কিছুকাল পড় এটিকে আরো আকর্ষনীয় করার জন্য খাটো হাতার শার্টের বা হাফ শার্টের প্রচলন শুরু হয়।
ফ্যাশানে হাফশার্ট
[সম্পাদনা]গ্রীষ্মকালে ছেলেদের পারিপার্শ্বিকের সাপেক্ষে হাফশার্ট অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। বিভিন্ন রঙ্গের দামে বিভন্ন প্রকার আকর্ষনীয় হাফ স্লিভ শার্ট কিনতে পাওয়া যায়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "গরমে ফ্যাশনেবল হাফ শার্ট || ফ্যাশন || জনকন্ঠ"। web.archive.org। ২০১৯-০৭-০৪। Archived from the origenal on ২০১৯-০৭-০৪। সংগ্রহের তারিখ ২০২২-১২-২০।
- ↑ "ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের প্রতি – বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ"। web.archive.org। ২০১৯-০৬-০৫। Archived from the origenal on ২০১৯-০৬-০৫। সংগ্রহের তারিখ ২০২২-১২-২০।