আলাপ:মামুনুল হক
এই পাতাটি মামুনুল হক নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
এই নিবন্ধটি ৫ এপ্রিল ২০২১ তারিখে অপসারণের জন্য মনোনীত হয়েছিল। আলোচনার ফলাফল হিসাবে এটি দ্রুত রেখে দেয়া হল সিদ্ধান্ত হয়েছিল। |
এই নিবন্ধটি নিচের উইকিপ্রকল্পগুলির অংশ: | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
আক্রমণ
অনুচ্ছেদের প্রতিটি বাক্য ততথ্যসূত্র দ্বারা সমর্থিত। আপনি অতিরিক্ত তথ্যসূত্র দিয়ে অতিরিক্ত বাক্য সংযোজন করুন বা সংশোধন করুন। সম্পুর্ণ বাক্য মুছে দিবেন না। @Owais Al Qarni:প্রলয় (আলাপ) ১৫:৪৩, ৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)
- @প্রলয়স্রোত: অপেক্ষা করুন। তদন্ত হওয়ার পর পরিপূর্ণ বিবরণ যোগ করা হবে। -ধর্মমন্ত্রী ওয়াইস আলাপ ১৫:৫৫, ৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)
@Owais Al Qarni: উইকিপিডিয়াতে তদন্তের জন্য অপেক্ষা করে না কেও, যেকোনো তথ্য নির্ভরযোগ্য সুত্র থেকে আসামাত্রই সংযোজন করে দেওয়া হয়। তদন্ত করে পরিপূর্ণ বিবরণ পেলে আপনি নিঃসন্দেহে সংযোজন করতে পারেন। তবে আপাতত নির্ভরযোগ্য সুত্র থেকে যা যা পাওয়া গিয়েছে, তা সংযুক্ত থাকতে হবে। আমি শেষবারের মত রোলব্যাক করছি। আপনি যদি পুনরায় সম্পাদনা দ্বন্দ্বে যান, সেক্ষেত্রে প্রশাসকদের দ্বারস্ত হতে হবে। প্রলয় (আলাপ) ১৬:০১, ৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)
মামুন টামুন হক বক পাতা গুলো অপসারণ করা উচিত, তাদের ভক্তকুল আমাদেরকে প্রকৃত সত্য সম্পাদনা করতে দেয়না ''মন্ত্রী '' (আলাপ) ১৯:০৯, ৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)
- @Azamvai: অনুগ্রহ করে বিস্তারিত বলুন। প্রকৃত সত্য যেমন? -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৫৬, ৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)
- @Azamvai: মামুন টামুন হক বক, ব্যক্তি সম্পর্কে এরকম আপত্তিকর শব্দগুচ্ছের ব্যবহার এবং বাংলাদেশের সমাজ-সংস্কৃতিতে তুমুল জনপ্রিয় দুই ব্যক্তি সম্পর্কে অযৌক্তিক অপসারণ প্রস্তাবনার মাধ্যমে এটা প্রমাণিত যে, নির্দিষ্ট একটি মতবাদ নিয়ে আপনার সমস্যা আছে বা আপনি নিরপেক্ষ নন। সুতরাং আপনার এই টাইপের নিবন্ধ সমূহে সম্পাদনা থেকে বিরত থাকাই শ্রেয়। -ধর্মমন্ত্রী ওয়াইস আলাপ ১০:৫৩, ৭ এপ্রিল ২০২১ (ইউটিসি)
ট্যাগ অপসারণ প্রসঙ্গ
@Owais Al Qarni: প্রিয় ওয়াইস ভাই, নিবন্ধ থেকে ট্যাগ অপসারণের কারণ জানতে পারি কি? আপনি সম্পাদনা সারাংশে কোন কারণ প্রদান করেননি বা সমস্যার সমাধান করাও হয়নি —শাকিল হোসেন আলাপ ১৩:১২, ৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)
- @MdsShakil: এটি সারাংশ। এখানে তথ্যসূত্র দেওয়া হয় না। পুরো নিবন্ধে জুড়ে অসংখ্য তথ্যসূত্র দেওয়া হয়েছে। লাইনে লাইনে তথ্যসূত্র দিতে হবে এমন না। -ধর্মমন্ত্রী ওয়াইস আলাপ ১৩:১৮, ৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)
সম্পাদনার অনুরোধ, ৮ এপ্রিল ২০২১
এই অনুরোধটির উত্তর দেওয়া হয়েছে। |
বিষয়বস্তু যোগ- মামুনুল হক হুজুরের আজকের লাইভ থেকে যা পরিষ্কার হয়েছি।
১, তিনি লাইভে বারবার অভিযোগ করে বলেছেন উনার ব্যক্তিগত ফোনালাপ, স্ত্রীদের সঙ্গে ফোনালাপ, হেফাজতের নেতাকর্মীদের ফোনালাপ প্রকাশ করে ব্যক্তিগত স্বাধীনতা নষ্ট করা হয়েছে। উনার এই অভিযোগ থেকে স্পষ্ট হলাম কল রেকর্ডগুলো সত্য ছিল। এডিটিং বলে আমরা যারা লাফিয়েছি সাংবাদিকদের গালাগাল করেছি তারা ভুল।
২, উনি অভিযোগ করেছেন দ্বিতীয় স্ত্রী ঝর্ণার প্রথম পক্ষের ছেলেকে তুলে নিয়ে স্ক্রিপ্ট লিখে দিয়ে জোরপূর্বক মিথ্যে বলানো হয়েছে। তারমানে যারা বলেছিল ওই ছেলের বয়স বেশি সুতরাং ঝর্ণার ছেলে হতে পারে না। তারা ভুল। ওই ছেলেই ঝর্ণার ছেলে ছিল।
৩, উনি অভিযোগ করেছেন রিসোর্টে আমার পর্দাশীল স্ত্রীকে মুখ খুলে সাক্ষাৎকার নিয়ে সেই ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। তারমানে আমরা যারা বোরখার কালার নিয়ে বলেছিলাম এরা আলাদা মেয়ে। অন্য কারও সাক্ষাৎকার নিয়ে প্রচার করা হয়েছে। তা সঠিক নয়। ওই মেয়েই মামুনুল হক হুজুরের সঙ্গী৷ লাইটিংয়ের কারণে কালার ব্যতিক্রম দেখিয়েছে।
৪, মামুনুল হক হুজুর আজও কসম করে বলেছেন জান্নাত আরা ঝর্ণা উনার দ্বিতীয় স্ত্রী। অন্য কোনো প্রমাণ দিতে যাননি। কিন্তু ফেইসবুকে একটা ভিডিয়ো আমরা দেখেছি। যেটিতে দেখা গেছে কয়েকজন দাড়িওয়ালা ছেলে কাগজ হাতে থানায় গিয়ে বক্তব্য দিচ্ছে। মামুনুল হক হুজুরকে কীভাবে হেনস্থা করা হয়েছে সেটা বলেছে। বক্তব্য দাতা নিজ মুখে একবারও বলেনি এটা কাবিননামা। কিন্তু ভিডিয়ো আপ্লোড করে অনেকে ক্যাপশন লিখেছে, 'এই দেখেন মামুনুল হক হুজুরের বিয়ের কাবিননামা'। আসলে সেটা কাবিননামা ছিল না। ছিল অভিযোগ পত্র। তারা থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিল। এটা কোনো কাবিননামা না। মামুনুল হক হুজুরের ভাগনে নিজে পোস্ট করে বলেছে তারা থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিল। 27.123.255.227 (আলাপ) ১৬:১৩, ৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)
- করা হয়নি। সম্পাদনার অনুরোধ পরিষ্কার নয়, নিবন্ধের কোথায় কী সম্পাদনা করতে হবে তা বলা হয়নি। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫৪, ১০ এপ্রিল ২০২১ (ইউটিসি)
এপ্রিল 2021
@আফতাবুজ্জামান: উল্লেখযোগ্য কাজ এর মধ্যে কী শুধু সাহিত্যিক কাজ রাখা হবে? নাকি উল্লেখযোগ্য কোন প্রতিষ্ঠান, সংস্থাও অন্তর্ভুক্ত হবে?
একেকপেশার মানুষের উল্লেখযোগ্য কাজ তো এক এক রকম! -ধর্মমন্ত্রী ওয়াইস আলাপ ০৭:০৫, ১২ এপ্রিল ২০২১ (ইউটিসি)
- @Owais Al Qarni: মাসিক রহমানী পয়গাম সরিয়ে ফেললে ভালো, তথ্যছকের একটু উপরেই লেখা উনি এটার সম্পাদক। উনি এটার প্রতিষ্ঠাতা হলে "মাসিক রহমানী পয়গামের প্রতিষ্ঠাতা" লেখা যেতে পারে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩৩, ১২ এপ্রিল ২০২১ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান: ওটা না, ওনি তো আরো অনেককিছু প্রতিষ্ঠা করেছেন! -ধর্মমন্ত্রী ওয়াইস আলাপ ১৬:৫৭, ১২ এপ্রিল ২০২১ (ইউটিসি)
- উল্লেখযোগ্য কাজে কেবল উল্লেখযোগ্যটি দেন। সব দেবার দরকার নাই। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০১, ১২ এপ্রিল ২০২১ (ইউটিসি)
- + এই আলোচনাটাও দেখুন - ব্যবহারকারী আলাপ:DelwarHossain#কারণ? -ধর্মমন্ত্রী ওয়াইস আলাপ ১৭:০০, ১২ এপ্রিল ২০২১ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান: ওটা না, ওনি তো আরো অনেককিছু প্রতিষ্ঠা করেছেন! -ধর্মমন্ত্রী ওয়াইস আলাপ ১৬:৫৭, ১২ এপ্রিল ২০২১ (ইউটিসি)