ডুলাহাজারা ইউনিয়ন
ডুলাহাজারা | |
---|---|
ইউনিয়ন | |
১৬নং ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে ডুলাহাজারা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°৪১′১″ উত্তর ৯২°৪′৪৮″ পূর্ব / ২১.৬৮৩৬১° উত্তর ৯২.০৮০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | চকরিয়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ নুরুল আমিন |
আয়তন | |
• মোট | ৬৬.৭৭ বর্গকিমি (২৫.৭৮ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩৫,৩৫৭ |
• জনঘনত্ব | ৫৩০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৪.৭৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৪৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ডুলাহাজারা বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
ডুলাহাজারা ইউনিয়নের আয়তন ১৬,৪৯৯ একর (৬৬.৭৭ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ডুলাহাজারা ইউনিয়নের লোকসংখ্যা ৩৫,৩৫৭ জন। এর মধ্যে পুরুষ ১৮,৪০৮ জন এবং মহিলা ১৬,৯৪৯ জন।[২]
অবস্থান ও সীমানা
চকরিয়া উপজেলার দক্ষিণ-পূর্বাংশে ডুলাহাজারা ইউনিয়নের অবস্থান। চকরিয়া উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে ফাঁসিয়াখালী ইউনিয়ন ও চিরিঙ্গা ইউনিয়ন; পশ্চিমে সাহারবিল ইউনিয়ন, মহেশখালী চ্যানেল ও মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন; দক্ষিণে খুটাখালী ইউনিয়ন এবং পূর্বে খুটাখালী ইউনিয়ন, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন ও লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন অবস্থিত।
নামকরণ
সম্রাট শাহজাহানের ছেলে শাহ সুজা ১৭৬০ সালে আরাকান রাজ্রয ে যাওয়ার সমযঅনেকাডুলি (মোগল নারীদের বাহন) ল নিয়ে এই এলাকাযক্যাম্প করে ছিলেেন, এ থেকে এলাকার নামকরণ হয় ডুলাহাজারা।
প্রশাসনিক কাঠামো
ডুলাহাজারা ইউনিয়ন চকরিয়া উপজেলার আওতাধীন ১৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চকরিয়া থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৪নং নির্বাচনী এলাকা কক্সবাজার-১ এর অংশ।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | রিংভং |
২নং ওয়ার্ড | ডুমখালী |
৩নং ওয়ার্ড | চা বাগান |
৪নং ওয়ার্ড | উলুবনিয়া |
৫নং ওয়ার্ড | বালুরচর |
৬নং ওয়ার্ড | বৈরাগীরখীল |
৭নং ওয়ার্ড | মাইজপাড়া |
৮নং ওয়ার্ড | নতুনপাড়া |
৯নং ওয়ার্ড | রংমহল |
শিক্ষা ব্যবস্থা
ডুলাহাজারা ইউনিয়নের সাক্ষরতার হার ৩৪.৭৬%।[১] এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ১টি আলিম মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি দাখিল মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- কলেজ
- মাদ্রাসা
- আরাবিয়া মারুফিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা
- আল জামিয়াতুল আহলিয়া রিয়াজুল কুরআন কমপ্লেক্স
- ডুমখালী আল-হেরা দাখিল মাদ্রাসা
- ডুলাহাজারা ইসলামিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসা
- রিংভং রহমানিয়া দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয়
- মালুমঘাট আইডিয়াল উচ্চ বিদ্যালয়
- মেমোরিয়াল খ্রিস্টান উচ্চ বিদ্যালয়
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- ডুলাহাজারা বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- উলুবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জনারম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ডুমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ডুলাহাজারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম ডুলাহাজারা (ষোলহিচ্ছা) সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পাগলির বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রিংভং দক্ষিণ পাহাড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রিংভং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র
- কম্পিউটার টেক্ আই.টি সলুশন ট্রেনিং ইনস্টিটিউট
যোগাযোগ ব্যবস্থা
ডুলাহাজারা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
খাল ও নদী
ডুলাহাজারা ইউনিয়নের পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে বড় মাতামুহুরী নদী। এছাড়া রয়েছে বগাইছড়ি খাল, ডুলাহাজারা ছড়া খাল, পাগলির বিল খাল এবং বহলতলী খাল।[৮]
হাট-বাজার
ডুলাহাজারা ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল মালুমঘাট বাজার এবং ডুলাহাজারা বাজার।[৯]
দর্শনীয় স্থান
- বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক
- মালুমঘাট ষ্টাফ মাঠ
- ষোলহিচ্ছা লবণের মাঠ
কৃতী ব্যক্তিত্ব
- দেলোয়ার হোসেন, সাবেক যুগ্মসচিব, সংস্থাপন মন্ত্রণালয়।
- ডাঃ শামসুদ্দিন চৌধুরী, সাবেক সাংসদ।
- অধ্যক্ষ শাহাব উদ্দীন
- মাওলানা আব্দুর রশিদ
- মাওলানা এনামুল হক
- ছলিম উল্লাহ
- অধ্যক্ষ ফরিদ উদ্দীন চৌধুরী
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ নুরুল আমিন[১২]
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ ক খ "চকোরিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৭।
- ↑ "কলেজ - ডুলাহাজারা ইউনিয়ন - ডুলাহাজারা ইউনিয়ন"। dulahazaraup.coxsbazar.gov.bd।
- ↑ "মাদ্রাসা - ডুলাহাজারা ইউনিয়ন - ডুলাহাজারা ইউনিয়ন"। dulahazaraup.coxsbazar.gov.bd।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - ডুলাহাজারা ইউনিয়ন - ডুলাহাজারা ইউনিয়ন"। dulahazaraup.coxsbazar.gov.bd।
- ↑ "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - ডুলাহাজারা ইউনিয়ন - ডুলাহাজারা ইউনিয়ন"। dulahazaraup.coxsbazar.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41205&union=13[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "খাল ও নদী - ডুলাহাজারা ইউনিয়ন - ডুলাহাজারা ইউনিয়ন"। dulahazaraup.coxsbazar.gov.bd।
- ↑ "হাট বাজারের তালিকা - ডুলাহাজারা ইউনিয়ন - ডুলাহাজারা ইউনিয়ন"। dulahazaraup.coxsbazar.gov.bd। ৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৭।
- ↑ "দর্শনীয়স্থান - ডুলাহাজারা ইউনিয়ন - ডুলাহাজারা ইউনিয়ন"। dulahazaraup.coxsbazar.gov.bd।
- ↑ "প্রখ্যাত ব্যক্তিত্ব - ডুলাহাজারা ইউনিয়ন - ডুলাহাজারা ইউনিয়ন"। dulahazaraup.coxsbazar.gov.bd।
- ↑ "- ডুলাহাজারা ইউনিয়ন - ডুলাহাজারা ইউনিয়ন"। dulahazaraup.coxsbazar.gov.bd।