ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান (তাৎসাগ জেদ্রুং)
ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: ngag dbang blo bzang bstan pa'i rgyal mtshan) (১৮১১-১৮৪৮) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের নবম র্তা-ত্শাগ-র্জে-দ্রুং উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
[সম্পাদনা]ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান ১৮১১ খ্রিষ্টাব্দে তিব্বতের র্ঙ্গাস-ম্দা' (ওয়াইলি: rngas mda') নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল স্গ্রোল-ম্গোন (ওয়াইলি: sgrol mgon) এবং মাতার নাম ছিল ব্সাম-গ্রুব-ম্ত্শো-মো (ওয়াইলি: bsam grub mtsho mo)। চার বছর বয়সে তাকে য়ে-শেস-ব্লো-ব্জাং-ব্স্তান-পা'ই-ম্গোন-পো (ওয়াইলি: ye shes blo bzang bstan pa'i mgon po) নামক অষ্টম র্তা-ত্শাগ-র্জে-দ্রুং উপাধিধারী বৌদ্ধ লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করা হয়। তিনি কুন-ব্দে-গ্লিং বৌদ্ধবিহার এবং দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের গোমাং মহাবিদ্যালয়ে শিক্ষালাভ করেন। সপ্তম পাঞ্চেন লামা তাকে শিক্ষার্থীর শপথ ও ভিক্ষুর শপথ প্রদান করেন। একাদশ দলাই লামা এবং দ্কোন-ম্ছোগ-ব্স্তান-পা'ই-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: dkon mchog bstan pa'i rgya mtsho) নামক চতুর্থ গুং-থাং লামা তার অন্যতম উল্লেখযোগ্য শিষ্য ছিলেন।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Dorje, Sonam (এপ্রিল ২০১৪)। "The Ninth Tatsak Jedrung, Ngawang Lobzang Tenpai Gyeltsen"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২৯।
পূর্বসূরী য়ে-শেস-ব্লো-ব্জাং-ব্স্তান-পা'ই-ম্গোন-পো |
ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান নবম র্তা-ত্শাগ-র্জে-দ্রুং |
উত্তরসূরী ঙ্গাগ-দ্বাং-দ্পাল-ল্দান-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান |