বিষয়বস্তুতে চলুন

ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান (তাৎসাগ জেদ্রুং)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: ngag dbang blo bzang bstan pa'i rgyal mtshan) (১৮১১-১৮৪৮) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের নবম র্তা-ত্শাগ-র্জে-দ্রুং উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

[সম্পাদনা]

ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান ১৮১১ খ্রিষ্টাব্দে তিব্বতের র্ঙ্গাস-ম্দা' (ওয়াইলি: rngas mda') নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল স্গ্রোল-ম্গোন (ওয়াইলি: sgrol mgon) এবং মাতার নাম ছিল ব্সাম-গ্রুব-ম্ত্শো-মো (ওয়াইলি: bsam grub mtsho mo)। চার বছর বয়সে তাকে য়ে-শেস-ব্লো-ব্জাং-ব্স্তান-পা'ই-ম্গোন-পো (ওয়াইলি: ye shes blo bzang bstan pa'i mgon po) নামক অষ্টম র্তা-ত্শাগ-র্জে-দ্রুং উপাধিধারী বৌদ্ধ লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করা হয়। তিনি কুন-ব্দে-গ্লিং বৌদ্ধবিহার এবং দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের গোমাং মহাবিদ্যালয়ে শিক্ষালাভ করেন। সপ্তম পাঞ্চেন লামা তাকে শিক্ষার্থীর শপথ ও ভিক্ষুর শপথ প্রদান করেন। একাদশ দলাই লামা এবং দ্কোন-ম্ছোগ-ব্স্তান-পা'ই-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: dkon mchog bstan pa'i rgya mtsho) নামক চতুর্থ গুং-থাং লামা তার অন্যতম উল্লেখযোগ্য শিষ্য ছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Dorje, Sonam (এপ্রিল ২০১৪)। "The Ninth Tatsak Jedrung, Ngawang Lobzang Tenpai Gyeltsen"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২৯ 
পূর্বসূরী
য়ে-শেস-ব্লো-ব্জাং-ব্স্তান-পা'ই-ম্গোন-পো
ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান
নবম র্তা-ত্শাগ-র্জে-দ্রুং
উত্তরসূরী
ঙ্গাগ-দ্বাং-দ্পাল-ল্দান-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy