যলিতেন
যলিতেন زليتن | |
---|---|
ছোট শহর | |
লিবিয়াতে অবস্থান | |
স্থানাঙ্ক: ৩২°২৭′৫০″ উত্তর ১৪°৩৪′২১″ পূর্ব / ৩২.৪৬৩৮৯° উত্তর ১৪.৫৭২৫০° পূর্ব | |
দেশ | লিবিয়া |
অঞ্চল | ত্রিপোলিতানিয়া |
District | Murqub |
সরকার | |
জনসংখ্যা (2021) | |
• মোট | ৩,১৬,৮৫৯ |
সময় অঞ্চল | EET (ইউটিসি+2) |
License Plate Code | 36 |
ওয়েবসাইট | zliten |
যলিতেন (আরবি: زليتن, প্রতিবর্ণীকৃত: Zlīten) উত্তর আফ্রিকার রাষ্ট্র লিবিয়ার উত্তর-পশ্চিমভাগে মুরকুব জেলায় ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত একটি শহর।[১] এটি দেশটির রাজধানী ত্রিপোলি থেকে ১৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত।[১] শহরটির ৩৫ কিমি (২২ মা) পশ্চিমে প্রাচীন রোমান শহর লেপ্তিস মাগনার অবশেষ অবস্থিত।[১] মূল শহরের আয়তন প্রায় ৮ বর্গকিলোমিটার হলেও প্রাক্তন যলিতেন জেলাটির আয়তন ৩০০০ বর্গকিলোমিটার। শহরের উত্তরে ভূমধ্যসাগর। যলিতেন শহরে লিবিয়ার সবচেয় বিখ্যাত ইসলামী বিশ্ববিদ্যালয়টি অবস্থিত, যার নাম আল-জামিয়া আল-আসমারিয়া আল-ইসলামিয়া অর্থাৎ আল-আসমারিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ({{lang-ar|الجامعة الأسمرية الإسلامية)। এখানে তিন লক্ষের বেশি অধিবাসীর বাস। যলিতেন শহরে অনেকগুলি প্রাচীন রোমান ক্ষেত্র আছে, যার মধ্যে দার্বুক ওমিরা বা ওমিরা ভিলাটি উল্লেখ্য, যেখানে একাধিক চিত্তাকর্ষক মোজাইক পাওয়া গেছে।[২] শহরে প্রায় ৩ লক্ষ লোকের বাস।[১] দেশের পশ্চিমভাগকে পূর্বভাগের সাথে সংযুক্তকারী মহাসড়কটি শহরের ভেতরে দিয়ে অতিক্রম করেছে।